.

উজিরপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ শিবির ক্যাডার গুরুতর আহত অবস্থায় গ্রেফতার

রাহাদ সুমন,বানারীপাড়াঃ বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামে এক জামায়াত নেতার বাড়িতে গতকাল শুক্রবার দুপুরে বোমা বানানোর সময় বিস্ফোরনে বোমা তৈরীর বিশেষজ্ঞ শিবির ক্যাডার গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করেছে। আহত শিবির ক্যাডার রুবেলের(২২) বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বৈচিত্রপাড়া গ্রামে। এ ঘটনায় রুবেলের বোনের শ্বাশুরী মহিলা জামায়াত কর্মী রাবেয়া বেগমকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এসময় অপর জামায়াত ও শিবির ক্যাডাররা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বরাকোঠা নূরানীয়া হাফেজীয়া কওমী মাদ্রাসা সংলগ্ন মৃত আজাহার সিকদারের পুত্র ও প্রভাবশালী জামায়াত নেতা রিপন সিকদারের বাড়িতে শুক্রবার দুপুরে বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এসময় বাড়ির ভিতর থেকে বোমার আঘাতে রক্তাক্ত এক যুবককে নিয়ে রিপন পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। একপর্যায়ে গ্রামবাসী তাকে ধাওয়া করলে আহত শিবির ক্যাডার রুবেলকে ফেলে সে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পুলিশ পাহারায় পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।উজিরপুর থানার ওসি (তদন্ত) মোঃ শাহাবউদ্দিন জানান বোমার আঘাতে তবিত শিবির কর্মী রুবেল মাতুব্বরকে (২২) উদ্ধার করে পুলিশ পাহারায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আহত শিবির ক্যাডার রুবেল মাতুব্বরের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বৈচিত্রপুর গ্রামে। সে ওই গ্রামের ফারুক মাতব্বরের ছেলে।গত ৩/৪ দিন পূর্বে রুবেল তার বোন জামাতা বরাকোঠা গ্রামের জামায়াত নেতা রিপন সিকদারের বাড়িতে আসে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এলাকায় নাশকতা কর্মকান্ড ঘটাতে জামায়াত ও বিএনপির নেতারা দীর্ঘদিন থেকে গোপন বৈঠক করে আসছিল যে কারণেই বোমা বানানোর উদ্দেশ্যে বোমা তৈরীর বিশেষজ্ঞ শিবির ক্যাডারকে মুন্সিগঞ্জ থেকে ভাড়া করে আনা হয়। এদিকে বড়াকোঠা গ্রামের ভিটার বাড়ির জামে মসজিদের ইমাম জামায়াত নেতা মাওলানা আক্তার বেপারী দীর্ঘদিন যাবৎ গভীর রাতে মসজিদের ভিতরে বিভিন্ন এলাকা থেকে জামায়াত শিবিরের সশস্ত্র ক্যাডার এনে গোপন মিটিং করে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে বলে এলাকাবাসীর অভিযোগ।

0 Response to "উজিরপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ শিবির ক্যাডার গুরুতর আহত অবস্থায় গ্রেফতার"

Post a Comment