.

জমি সংক্রান্ত বিরোধনিয়ে তর্ক বিতর্কতেই বশিরকে হত্যার চেষ্টা

বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা কুখ্যাত সন্ত্রাসী  আঃ কুদ্দুস, ইব্রাহীম, ফরিদ, জয়নাল, জাহাঙ্গীর বিগত ০৭/০৩/২০১৩ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৭.০০ ঘটিকায় সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র। বশির প্রাইভেট পড়তে যাওয়ার সময় উত্তর কাঠালতলী নামক স্থানে পূর্বে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত রামদা দিয়ে বশিরকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি কোপাতে থাকে। এমতাবস্থায় বশিরের বাবা মোঃ রিপন গাজী, দাদা সুলতান গাজী, চাচা সপন গাজী, খবর শুনে দ্রম্নত ঘটনাস্থলে আসিয়া ছেলে রা করতে চেষ্টা করেন তখন বশিরের বাবা, চাচা, ও দাদাকে কোপাতে থাকে। এমতাবস্থায় তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের কে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। আহতদের  দ্রুত পাথরঘাটা উপজেলা হাসপাতালে নেওয়া হলে আহতদের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ পঠিয়ে দেন। তাৎনিক ভাবে তাদেরকে বরিশাল মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। এলাকাবাসী এই সন্ত্রাসী কর্মকান্ডের দৃষ্টান্ত মুলক শাস্ত্মি দাবী করেন।

0 Response to "জমি সংক্রান্ত বিরোধনিয়ে তর্ক বিতর্কতেই বশিরকে হত্যার চেষ্টা"

Post a Comment