
কিশোরগঞ্জ জেলা সদরের কাঁটাবড়িয়া পল্লীতে বরযাত্রীর উপর হামলায় মহিলা সহ বেশ কয়েক জন আহত হয়। আহতদের মধ্যে মুক্তি যোদ্ধার স্ত্রী ফেরদৌসি বেগম কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। ইতি মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দেন আজ পর্যন্ত এক বছরেরও বেশী সময় অতিবাহিত হওয়ার পরও আদালত আইনী সুবিধা দিতে পারেনি। মামলা নং ৪৫০।
এমন কি থানায় অভিযোগ করার পরও কোন ব্যবস্থা করতে পারেন নাই। জানা গেছে, ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা সভাপতির মোঃ খায়রুল ইসলাম বিপ্লব এবং চাচাতো বোন হিমা (১৯) গত ১৮/০৯/১২ইং তারিখে পাশ্ববর্তী কান্দাইল উপজেলার কালিগঞ্জ বাজার এলাকার দক্ষিন কাটাবালি গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল গতি আমিন বর বেশে কাটাবাড়িয়া এলাকায় আসেন। উক্ত বিবাহ অনুষ্ঠানে বরপক্ষ অটোরিক্সা বিপ্লবের চাচা সাদেক সাহেবের বাড়ীতে আসার সময় রাস্তার পার্শ্বে বশত মোঃ মঞ্জু মিয়ার ঘরের লেগে বাড়ীর লোকদেও সাথে তর্কের সৃষ্টি হয় এবং বর পক্ষকে অশ্লীল ভাষায় গালিমন্দ করেন। হাজী আঃ খালেক বীর মুক্তিযোদ্ধা সহ তার স্ত্রী ফেরদৌসি, সাদিক, বুলবুল, আলী আকবর, আলী আসাদ এগিয়ে গিয়ে দ্বন্দ ফ্যাসাদ করতে না বলেন।
চোরে না শোনে ধর্মের কাহিনী ঠিক তেমনি বর কনের বিবাহ সম্পন্ন হবার একই রাস্তায় যাবার সময় রাত প্রায় ১.৪৫ ঘটিকায় মঞ্জু মিয়া তার আরও লোকজন সমেত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া বরপক্ষকে আক্রমন কওে এবং নতুন কনের সব স্বর্নালঙ্কার, জামা কাপড়ের লেদার ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়। এক পর্যায়ে চিৎকারে লোকজন ঘটনা স্থলে আসিলে দু‘পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং মঞ্জু মিয়া, ইকবাল মিয়া বিপ্লবের মা বীর মুক্তি যোদ্ধার স্ত্রী ফেরদৌসিকে এলোপাথারী মারিয়া জখম করে। ঘটনা এখানেই থেমে যায়নি, ১৬/৯/১২ইং তারিখে দুপুর আনুমানিক ১২টায় তাহাদের বাড়ির সামনে দিয়া যেতেই সুপরিকল্পিত ভাবে মারাতœক অস্ত্রে সজ্জিত হইয়া বিপ্লব সহ আরও অনেককে মারিয়া রক্তাত্ব জখম এবং এলোপাথাড়ী মারপিটসহ মহিলাদের শালীনতাহীনর উদ্দেশ্যে পড়নে থাকা কাপড় টানা ছেড়া করিয়া মান-ইজ্জত নষ্ট করিয়াছে। এরপরও বিপ্লবকে খুন করার হুমকি দিয়েছে। সেই সাথে মিথ্যা মামলায় জড়ানোর পায়তারা চালাচ্ছে। স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হবার পর বিপ্লব মামলা দিয়েও থানা ও আদালত কোন ভাবেই তৎপর না।
0 Response to "কিশোরগঞ্জে বরযাত্রীর উপর হামলা (মুক্তিযোদ্ধার স্ত্রী আহত )"
Post a Comment