.

ডিজিটাল যুগে বিদ্যুৎ নেই


বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু পাথরঘাটা, বাসনা, বেতাগী ১১০/বরগুনা-২ আসনের মানুষের কল্যানের জন্য বিশেষভাবে কাজ করে আসছে। তার একান্ত প্রচেষ্ঠায় পাথরঘাটা পূর্ব হাতেমপুরে একটি কোল্ড ষ্টোর তৈরি করে দিয়েছেন, যাহার নাম মধুমতি কোল্ড ষ্টোর লিঃ। এলাকার মানুষ এখন স্বাবলম্বী, কারন মাননীয় সংসদ সদস্য চাষীদের যে আলু সংরক্ষন করার ব্যবস্থা করে দিয়েছেন তা অন্যতম। তাই গত বারের তুলনায় আলুর বাম্পার ফলন হবে, তা নিয়ে চাষিদের মাঝে আনন্দের সীমা নেই। মানুষের যাতায়াতের সুব্যবস্থার জন্য অনেক রাস্তা পাকাকরন ইতিমধ্যে শুরু হয়েছে। যেমন পাথরঘাটা থানার পশ্চিম বীর হতে গাববাড়িয়া পর্যন্ত ও উত্তর হাতেমপুর (মাছের খাল) হইতে হাতেমপুর বাজার পর্যন্ত পাকাকরন চলছে। ইতিমধ্যে কাঠাঁতলী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে কলেজের কার্যক্রম পরিচালনা করার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

কিন্তু মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক মাননীয় সংসদ সদস্যকে অবজ্ঞার চোখে দেখছেন। পূর্ব হাছেমপুর মাছের খাল হইতে লাল মিয়া কবিরের আইসক্রিম ফ্যাক্টরী পর্যন্ত ২৫/৩০টি ঘরে বিদ্যুৎ সংযোগের জন্য গত ২৯/১১/১১ ইং তারিখে আবেদনের (স্বারক নং ৪৯৯) প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্যের জোরালো সুপারিশ দিয়েছেন। সেই সাথে ডিও লেটার-ও দিয়েছেন। এক বছরেরও বেশী সময় পার হয়ে গেল তবুও স্থানটিতে বিদ্যুৎ সংযোগ হয়নি। স্থানটিতে শুধু ঘরবাড়িই নয় আছে কমিউনিটি কিনিক। জরুরী ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ এলাকায় সুফল বয়ে আনবে। 

0 Response to "ডিজিটাল যুগে বিদ্যুৎ নেই"

Post a Comment