.

দূর্নীতির স্বর্গরাজ্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১

ফ্রি স্টাইলে চলছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১। যথাযথ গ্রাহক সেবা না দিয়ে চলছে নানা রকম টাল বাহানা। জিন ভুতের আছরের মত গায়েব হয়ে যাচ্ছে পাশকৃত ডিজাইন। পাশকৃত ডিজাইনের ফটোকপি চাইলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান ফাইলটি আশুলিয়া জোনাল অফিসে, আবার আশুলিয়া জোনাল অফিসে যোগাযোগ করলে বলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১।

তাহলে ফাইলটি আসলে কোথায়? ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশনের চেয়ারম্যান বরাবর বিদ্যুৎ সংযোগে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দুর্নীতির হাত থেকে রক্ষা পেতে মোঃ জাহাঙ্গীর আবেদন করেন। এরই প্রেক্ষিতে সত্যতা যাচাইয়ের জন্য ফাইন্ডেশনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সামনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম গোলাম মোর্তজা প্রথমে বিষয়টি নীতি বহির্ভূত ভাবেই এড়িয়ে যেতে চান। কমিটির প্রশ্নে কোন সঠিক উত্তর না দিয়ে বরং তিনি বিয়ষটি থানায় পাঠানোর কথা বলেন এবং প্রশ্নের এক পর্যায়ে তিনি সমস্ত দায়ভার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চীফ ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের উপর চাপিয়ে দেন। আব্দুস সোবহান জানান, তিনি উভয় পক্ষ থেকেই অর্থ গ্রহন করেছেন এবং প্রথম ডিজাইনের ফাইল কোথায় তিনি জানেন না। 

পল্লী বিদ্যুৎ সমিতির দেয়াল জুড়ে দুর্ণীতি বিরোধী নানা শ্লোগান লেখা থাকলেও কর্মকর্তাদের মধ্যে সততার লেশ মাত্র খুজে পাওয়া যায়নি, বরং অনিয়ম করার প্রতিযোগীতায় তারা যেন একজন আরেক জনের সহযোগী। বিষয়টি তদন্তের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম স্পেশাল তদন্ত টিম পাঠান, কিন্তু তদন্ত টিম যে আসবে তার কোন পূর্ব নোটিশ মোঃ জাহাঙ্গীরকে দেয়া হয়নি। ফাইল গায়েব, না জানিয়ে ডিজাইন পরিবর্তন, নোটিশ না করে তদন্ত কমিটি পাঠানোই প্রমান করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কতটা দুর্নীতির মধ্যে ডুবে আছে।  

0 Response to "দূর্নীতির স্বর্গরাজ্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১"

Post a Comment