.

বিপ্লবী হুগো শ্যাভেজের নিথর দেহ


ভেনেজুয়েলা বিপ্লবী নেতা ও প্রসেডিন্টে হুগো শ্যাভেজ (৫৮) মারা গছেনে। প্রায় দুই বছর ধরে ক্যানসাররে সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল মঙ্গলবার তাঁর জীবনাবসান হয়। গতকাল টলেভিশিনে জাতরি উদ্দেশে দেওয়া ভাষণরে মাধ্যমে এই নতোর মৃত্যুসংবাদ জানান দশেটরি ভাইস প্রসেডিন্টে নকিোলা মাদুরো। আজ বুধবার র্বাতা সংস্থা রয়র্টাসরে খবরে এ কথা জানানো হয়।

চাভজেরে মৃত্যুতে দেশটিতে এক সপ্তাহরে শোক ঘোষণা করছেনে পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস হোসে হাওয়া মিলানো।  ২০১১ সালরে মধ্যভাগে চাভজেরে দেহে ক্যানসার ধরা পড়ে। চর্তুথবাররে মতো অস্ত্রোপচাররে জন্য তিনি গত বছররে ১১ ডসিম্বের কউিবার হাভানায় যান। কউিবায় ক্যানসাররে চকিত্সিা শেষে গত মাসে দেশে ফরেনে চাভজে। তিনি রাজধানী কারাকাসরে সামরকি হাসপাতালে চকিত্সিাধীন অবস্থায় গতকাল স্থানীয় সময় বকিলে চারটা ২৫ মিনিটতে মৃত্যুবরণ করনে।

৫৮ বছর বয়সী হুগো চাভজে লাতনি আমরেকিার দশে ভনেজেুয়লোয় ১৪ বছর রাষ্ট্রক্ষমতায় ছলিনে। ২০১২ সালরে অক্টোবরে তিনি আরও ছয় বছররে জন্য নির্বাচিত হন। তাঁর মৃত্যুর পর এখন অর্ন্তর্বতীকালীন প্রসেডিন্টেরে দায়ত্বি পালন করবনে ভাইস প্রসেডিন্টে নকিোলা মাদুরো। দশেটরি সংবধিান অনুযায়ী আগামী ৩০ দনিরে মধ্যে সখোনে নর্বিাচন অনুষ্ঠতি হতে হবে।
প্রসেডিন্টে হুগো চাভজেরে মৃত্যুতে জাতসিংঘরে মহাসচবি বান কি মুনসহ বশ্বিনতোরা গভীর শোক প্রকাশ করছেনে।

0 Response to "বিপ্লবী হুগো শ্যাভেজের নিথর দেহ"

Post a Comment