.

৭দফা দাবিতে কিশোরগঞ্জ দলিল লেখকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ


৭ দফা দাবিতে চলতি র্মাচ মাস ব্যাপী বিভিন্ন র্কমসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ও কিশোরগঞ্জ জেলা রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে সকাল ১০টা-১২টা ২ঘন্টা র্কম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা দলিল লেখক সমিতি। দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে লেখকদের পেশাচ্যুত না করা, আইনমন্ত্রীর প্রতিশ্রম্নতি সম্মানীভাতা বাস্ত্মবায়ন ও পেশাগত কারনে দলিল লেখা মুসাবিদাকারক হিসেবে দলিল লেখকদের আসামী না করাসহ ৭দফা দাবী বাস্তবায়নে তারা সরকারের প্রতি অনুরোধ জানান।

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় ও সদর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা দলিল সমিতির সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক ইফতেখারম্নল ইসলাম সুমন, সাবেক সভাপতি আব্দুর রশিদ মিয়া ও মোহাম্মদ আলী প্রমুখ। দলিল লেখকগণ সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টা র্কমবিরতি পালন করে। দলিল লেখকগণ দেশব্যাপী সকল রেজিষ্ট্রি অফিসে ৩-৭ র্মাচ কালো ব্যাচ ধারণ করে। ১০-১৪ র্মাচ ১০-১২টা পর্যন্ত্ম ২টা ঘন্টা র্কমবিরতি ও বিক্ষোভ সমাবেশ। ১৯-২১ মার্চ সকাল ১০-১টা র্পযন্ত্ম র্কমবিরতি ও বিক্ষোভ সমাবেশ, ২৪,২৫ ও ২৭ মার্চ ২ ঘন্টা করে র্কমবিরতি, ২৮ মার্চ ২ ঘন্টা করে কলম বিরতি, ৩০ মার্চ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।

0 Response to "৭দফা দাবিতে কিশোরগঞ্জ দলিল লেখকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ"

Post a Comment