.

সন্ত্রাসীদের আঘাতে গুরুতর আহত কিশোরগঞ্জ পৌরসভার ড্রাইভার মোশারফ


মীর আশরাফুল হক চঞ্চল, কিশোরগঞ্জ: সন্ত্রাসীদের উপর্যূপুরি আঘাতে গুরুতর আহত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসপাতালে চিকিৎসাধীন কিশোরগঞ্জ পৌরসভার ড্রাইভার কাতিয়ারচর গ্রামের আঃ গনির পুত্র মোশারফ (২৮)।

বৃহস্পতিবার দুপুরে শহরতলী কাতিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল, আসাদ, ওয়ালাম, পারভেজ ও রফিকসহ সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল চাপাতি, হকিস্টিক, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে মোশারফকে মোবাইল ফোনে ডেকে এনে তার উপর হামলা চালায়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রম্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, আহত মোশারফের মাথার আঘাত গুরুতর।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায় পুকুরের মাটি ভরাটকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। সদর মডেল থানার এস. আই মোশারফ হোসেন ঘটনা খবর পেয়ে সরজমিনে ঘটনার তদন্ত করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে জানায় আহতের পরিবার।

0 Response to "সন্ত্রাসীদের আঘাতে গুরুতর আহত কিশোরগঞ্জ পৌরসভার ড্রাইভার মোশারফ"

Post a Comment