.

আওয়ামী লীগের সাবকে নেতা আব্দুল জলিল আর নেই

আওয়ামী লীগের সাবকে সাধারণ সম্পাদক ও সাংসদ আব্দুল জললি আজ বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিঙ্গাপুরেরে একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। হূদরোগরে কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েক দিন আগে আব্দুল জললিকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করনে। আব্দুল জললি আওয়ামী লীগরে উপদষ্টোমণ্ডলীর সদস্য ছিলনে।

তিনি একই সঙ্গে  র্মাকেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। আব্দুল জললিরে মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধিদলীয় নেত্রী খালেদা জিয়া শোকআহত।

0 Response to "আওয়ামী লীগের সাবকে নেতা আব্দুল জলিল আর নেই"

Post a Comment