.

আদম দিঘি থানার ৫নং চাঁপাপুর ইউনিয়নের ভিজিডি চাল বিতারন নিয়ে আওমী লীগের অফিস ও বাসা ভাঙ্গচুর ।

৫নং চাঁপাপুর ইউনিয়নে ভিজিডি চাল বিতারনকে কেন্দ্র করে আওমী লীগের আফিসও বাসা ভাঙ্গচুর। এলাকা বাসি জানায় ভিজিডি চাল বিতারনের সময় চাঁপাপুর ইউনিয়নের তিনজন সদস্য একিট মহিলার ভিজিডি তালিকায় নাম তাকাশের্ত চাল দিচ্ছি দিচ্ছি করে অনেক সময় দাড়িয়ে রাখে।এই সময় চাঁপাপুর ইউনিয়ন যবু লীগের নেতা মো:সাহিনুর রহমান সাহিন সেই তিন সদস্যকে বলে চাল থাকার শের্ত আপনারা এই মহিলাকে চাল দিচ্ছিননাকেন ।এইকথা থেকে এক প্রযায় হাতা হাতি হয়।আর এই ঘটনাকে কন্দ্র করে গত ১৫/০৩/২০১৩ ইং তারিকে দুপুর ১২টায় এক দল বিএন পির নেতা কর্মী এসে  যবু লীগের নেতা সাহির এর বাড়িতে আসে সাহিন কে না পেয়ে তার স্ত্রী মোছা: রজিনা ৩০ কে  মার ধর করে।এরং বাসার সকল জিনিস পত্র ভাঙ্গচুর করে বর্তমানে মোছা:রজিনা গুরতরো আহত হয়ে হাসপাতাল   ভর্তি করা হয়েছে।এবেপারে গতকাল সন্ধা ৭ টা পর্যন্ত থানায় মামলা করা হয় নাই।

0 Response to "আদম দিঘি থানার ৫নং চাঁপাপুর ইউনিয়নের ভিজিডি চাল বিতারন নিয়ে আওমী লীগের অফিস ও বাসা ভাঙ্গচুর । "

Post a Comment