বানারীপাড়া থেকে রাহাদ সুমনঃ বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসিল্যান্ড ও ওসি সহ প্রশাসনের গুরুত্বপূর্ন পদগুলো শুণ্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। গত ২৯ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলিম খান ওয়ারেশী ও ২ মার্চ থানার ওসি মেছবাউদ্দিনকে আকস্মিক স্ট্যান্ড রিলিজ করা হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদা আক্তারকে সম্প্রতি মন্ত্রনালয়ে প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে পদটি শুণ্য হয়ে পড়ে। থানার ওসির দায়িত্ব পালন করছেন ওসি(তদন্ত) গোলাম ছরোয়ার। প্রায় এক যুগ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদটি শুণ্য থাকার পর পঙ্কজ ঘোষকে দায়িত্ব দেয়া হয়। প্রায় ২ বছর পূর্বে তিনি অন্যত্র বদলী হয়ে যাওয়ার পর থেকে পদটি শুন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইউএনও দায়িত্ব পালন করলেও তার পদটিও বর্তমানে শুণ্য রয়েছে। এদিকে মাধ্যমিক শিা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থকে বিভিন্ন অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর পাহাড়ি জনপদে শাস্তিমূলক বদলী করা হয়। এরপর থেকে ওই পদটি শুণ্য রয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাজাদী আক্তার সম্প্রতি বরিশালে বদলী হওয়ায় এ পদটিও শুণ্য রয়েছে। তিন বছর পর্যন্ত শুণ্য রয়েছে উপজেলা খাদ্য কর্মকর্তার পদটি। গুরুত্বপূর্ন এসব পদ শুণ্য থাকায় এলাকার আইন শৃঙ্খলা,উন্নয়ন কর্মকান্ড,জাতীয় দিবস পালন, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ভাতা প্রদান, খাদ্য,ভূমি,শিা সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ও স্থবিরতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ৭১'র যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের বিচার নিয়ে জামায়াত-শিবিরের তান্ডব ও নৈরাজ্যে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার এ মুহূর্তে এলাকার আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয় দেখভালের দায়িত্বে থেকে যাদের নেতৃত্ব দেওয়ার কথা সেই ইউএনও(নির্বাহী ম্যাজিষ্ট্রেট)ও ওসির পদ দুটি শুণ্য থাকায় প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ গোটা উপজেলার মানুষ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।এমনকি উপজেলা প্রশাসন ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ পর্যন্ত পালন করতে পারেনি। এনিয়ে এলাকায় রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সচেতন মহলের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক শহীদুল আলম জানান আগামী এক সপ্তাহের মধ্যে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করবেন। এছাড়াও তিনি অপর শুণ্য পদগুলো পূরণের জন্য চেষ্টা করছেন বলে জানান।
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "নিরাপত্তাহীনতায় ভুগছে বানারীপাড়া উপজেলা "
Post a Comment