.

আওয়ামী লীগের হাতে যুবদলের অন্যতম নেতা বাপ্পী গুরুতর আহত।


মির্জাগঞ্জ থানার রামপুর ইউনিয়নের অন্তগত লেহাজ উদ্দিন হাওলাদারের একমাত্র ছেলে মো: মুরাদ হোসেন বাপ্পী। পটুয়াখালী জেলা যুবদলের অন্যতম নেতা, নিজ গ্রাম বাড়ী কাঠালতলীর উদ্দেশ্যে বাড়ী যান। বাড়ি যাবার পথে মুরাদের কাছে ২০,০০০/- (বিশ হাজার টাকা) চাঁদা দাবি করেন কাঠালতলী আওয়ামীলীগ ইউনিট কমিটির সভাপতি মো: শাহজাহান হাওলাদার (৪০), পিতা- মৃত আজমত আলী হাওলাদার এবং দলের মো: বাবুল (৩০), পিতা আনসার উদ্দিন।মুরাদ হোসেন বাপ্পী তার জীবন বাচাতে বাড়ীতে টাকা আছে, নিয়ে আসি বলে বাড়ী যান পরবর্তীতে রাত্র আনুমানিক ১০:১০ মিনিটের সময় উক্ত শহজাহান এবং শীর্ষ সন্ত্রাস বাবুল ও তার দল মুরাদ হোসেন বাপ্পীকে বাড়ী থেকে ডেকে এনে বাড়ীর দরজায় বসে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যান। পরে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন আছে।

0 Response to "আওয়ামী লীগের হাতে যুবদলের অন্যতম নেতা বাপ্পী গুরুতর আহত।"

Post a Comment