এবার 'গুম' হলেন জেলার কুমারখালী উপজেলা জাসদের প্রচার সম্পাদক মহাম্মদ আলী মহাব্বত। কুষ্টিয়া থেকে বোনের বাসায় যাওয়ার পথে খুলনার খানজাহান আলী সেনানিবাসের গ্যারিসন বাসস্ট্যান্ডের কাছে র্যাব পরিচয়ে একদল লোক মহাব্বতকে ধরে নিয়ে যায়। গত ২৭/০১/২০১৩ইং তারিখ রাতে এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তার হদিস মেলেনি। গতকাল মহাব্বতের বাড়ি গিয়ে দেখা গেছে, মা কমলা খাতুন পাগল প্রায়। তার গগন বিদারি বিলাপে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এদিকে, স্বামীর সন্ধান দাবি করে মহাব্বতের স্ত্রী ময়না খাতুন গতকাল কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছেন। তিনি এ ঘটনার জন্য র্যাবকে অভিযুক্ত করে শাস্তি দাবি করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মহাব্বতের বাড়ি কুমারখালীর আদাবিড়য়া গ্রামে। তার দুলাভাই আজিজুর রহমান খুলনার খানজাহান আলী সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কমব্রত। মহাব্বত শুক্রবার বেলা ২টায় ওই বোনের বাসায় যাওয়ার কথা বলে বের হন। মহাব্বত বাসে করে খুলনা যাওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে সেনানিবাসের গ্যারিসন বাসস্ট্যান্ডে নামার সঙ্গে সঙ্গে সিলভার রঙের মাইক্রোবাসে (ঢাকা-মেট্রোথঘ- ১১-৭৮০৯) করে ছয়-সাত জন লোক তাকে জোর করে তুলে নেয় স্থানীয়রা এগিয়ে এলে তারা নিজেদের র্যাবের লোক বলে পরিচয় দেন। এর মধ্যে একজন ক্যাপ্টেন মেহেদি হিসেবেও পরিচয় দেন। মহাব্বতের ভাই আমজাদ হোসেন জানান, তার ভাই গ্যারিসন বাসস্ট্যান্ডে নেমে দুলাভাই আজিজুর রহমানকে ফোন করে জানান, তিনি যেন গ্যারিসনে এসে তাকে সঙ্গে করে বাসায় নিয়ে যান। আজিজুর রহমান গ্যারিসনে এসে আর শ্যালককে খুঁজে পাননি। আজিজুর স্থানীয় দোকানদারদের কাছে তার শ্যালকের চেহারার বর্ণনা দিয়ে খোঁজ করলে দোকানদাররা জানান, এ ধরনের একজনকে কিছুণ আগে একদল লোক র্যাব পরিচয়ে ধরে নিয়ে গেছে। পরে মহাব্বতের দুলাভাই খুলনায় র্যাব ও পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে আটকের কথা অস্বীকার করেছেন। এদিকে, পরিবারের সদস্যরা মহাব্বতের সঙ্গে এলাকার কারও দ্বন্দ্ব ছিল না বলে দাবি করলেও প্রতিবেশীরা জানান, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অপর একটি সূত্র জানায়, একসময় মহাব্বত নিষিদ্ধ চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। পরে বিগত চারদলীয় জোট সরকারের আমলে তিনি বিএনপিতে যোগ দেন। বর্তমান সরকার মতায় এলে তিনি আবার জাসদে যোগ দেন।
Home » Crime.অপরাধ »
District News.জেলার খবর
» কুষ্টিয়ায় জাসদ নেতা গুম, র্যাবকে দায়ী করলেন স্ত্রী
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "কুষ্টিয়ায় জাসদ নেতা গুম, র্যাবকে দায়ী করলেন স্ত্রী"
Post a Comment