
টানা হরতালে মংলা বন্দরে আটকা পড়েছে বিদেশ থেকে আমদানিকৃত পন্য বোঝাই দেড় হাজার কন্টেইনার। এ সব কন্টেইনারে মেশিনারিজ, গাড়ির যন্ত্রাংশ ও ইলেক্ট্রনিক্স সহ প্রায় ২' হাজার কোটি টাকা মূল্যের পন্য সামগ্রি রয়েছে। হরতালে বের হতে না পেরে বুধবার পর্যন্ত বন্দর জেটির বিভিন্ন পয়েন্টে পড়ে আছে এ কন্টেইনার। আর এ কারনে বিদেশ থেকে আমদানিকৃত এ পন্য ডেলিভারি নিতে পারছেন না আমদানীকারকরা। বন্দর কর্তপ এ তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া ইউরোপের দেশ সমূহে রপ্তানি যোগ্য শত কোটি টাকা মূল্যের হিমায়িত চিংড়িও আটকা পড়েছে খুলনাঞ্চলের চিংড়ি প্রসেসিং ও রপ্তানিকারক কোম্পানীর। এতে রাজস্ব আয়ের ক্ষেত্রে আর্থিকভাবে চরম তির মুখে পড়েছে মংলা বন্দর। এদিকে সিঙ্গাপুর পতাকাবাহী কোটা হাপাজ নামে একটি জাহাজ এ বন্দর জেটিতে রপ্তানিজাত চিংড়ি পরিবহনের জন্য অবস্থান করেছে। এ জাহাজে শত কোটি টাকা মূল্যের চিংড়ি যাওয়ার কথা রয়েছে। কিন্ত হরতালের কারনে এখনও পর্যন্ত রপ্তানিজাত চিংড়ির অর্ধেকও পৌছায়নি এ বন্দরে।
এ অবস্থায় বিদেশে বাংলাদেশের চিংড়ির বাজার হারানোর আশংকা করছেন ব্যবসায়ীদের অনেকে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত হিমায়িত চিংড়ির ৬৭ টি কন্টেইনারের এ্যসেমেন্ট সম্পন্ন হয়েছে বন্দর জেটিতে।
ওদিকে নৌ পথে ডাকাতি ও মুজুরি বৃদ্ধিসহ ১৭ দফা দাবিতে নৌ যান শ্রমিকদের ষষ্ঠ দিনেরমত ধর্মঘটের কারনে বন্দরের পশুর নদীতে আটকা পড়েছে মালবাহী দুই শতাধিক লাইটারেজ জাহাজ। আর এর প্রভাব পড়ছে বন্দরের বহিঃনেঙ্গর এবং মুরিং বয়ায় অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজের খালাশ বোঝাইয়ের কাজে।
0 Response to "টানা হরতালে মংলা বন্দরে আটকা পড়েছে বিদেশ থেকে আমদানিকৃত পন্য বোঝাই দেড় হাজার কন্টেইনার"
Post a Comment