
রাজধানী ঢাকার পাশেই সাভারের জামতলা বাসস্ট্যান্ডের কাছে একটি ৯ তলা বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। এ পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রানা প্লাজা ভবনটি ফাটল দেখা দেয়। এরপর সাভার উপজেলা নির্বাহী কমকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ভবনের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। আজ সকালে ভবন থেকে মালামাল সরাতে যান প্রায় সবগুলো দোকান ও প্রতিষ্ঠানের লোকজন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ওই ভবনে থাকা চারটি গার্মেন্ট কারখানায় পাঁচ থেকে ছয় হাজার কর্মী কাজ করার জন্য আজ খুলে দেয়া হয়। সকালে ঘটনার সময়ও কারখানায় কাজ চলছিল বলে পুলিশ জানিয়েছে।
ভবনটির মালিক সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সাভারে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ ঘণ্টা হরতালও শিথিল করা হয়েছে।
0 Response to "সাভারে ৯ তলা বাণিজ্যিক ভবনের ধস!"
Post a Comment