.

সাভারে ৯ তলা বাণিজ্যিক ভবনের ধস!


রাজধানী ঢাকার পাশেই সাভারের জামতলা বাসস্ট্যান্ডের কাছে একটি ৯ তলা বাণিজ্যিক ভবন ধসে পড়েছে। এ পর্যন্ত  ধ্বংসস্তুপ থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রানা প্লাজা ভবনটি ফাটল দেখা দেয়। এরপর সাভার উপজেলা নির্বাহী কমকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ভবনের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। আজ সকালে ভবন থেকে মালামাল সরাতে যান প্রায় সবগুলো দোকান ও প্রতিষ্ঠানের লোকজন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ওই ভবনে থাকা চারটি গার্মেন্ট কারখানায় পাঁচ থেকে ছয় হাজার কর্মী কাজ করার জন্য আজ খুলে দেয়া হয়। সকালে ঘটনার সময়ও কারখানায় কাজ চলছিল বলে পুলিশ জানিয়েছে।

ভবনে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও কাপড়ের মাকের্ট, তৃতীয় তলার নিউ ওয়েভ বটমস লিমিটেড, চতুর্থ তলার প্যান্টম অ্যাপারেলস লিমিটেড, পঞ্চম তলার প্যান্টম ট্যাক লিমিটেড ও ষষ্ঠ তলার ঈথার  টেক্সটাইল লিমিটেড। দ্বিতীয় তলায় ছিল বেসরকারি ব্র্যাক ব্যাংকের সাভার শাখা। নয় তলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধনী সামগ্রী ও কাপড়ের মার্কেট।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৩য় তলার নিউ ওয়েভ বটমস লিমিটেড কারখানার ভিতরের পিলারে ও দেয়ালে ফাটল দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ছাড়াও সেনাবাহিনীর চারটি দল এবং বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

ভবনটির মালিক সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সাভারে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ ঘণ্টা হরতালও শিথিল করা হয়েছে।

0 Response to "সাভারে ৯ তলা বাণিজ্যিক ভবনের ধস!"

Post a Comment