
বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের (পাইলট) ভবনের দোতলার ঝুঁকিপূর্ণ তিনটি কক্ষ পরিত্যক্ত ঘোষনা করে পৌর কর্তৃপ সিলগালা করে দেওয়ার পর সামনের মাঠে খোলা আকাশের নিচে কাস করছে শিার্থীরা। ১১ মে সকালে বিদ্যালয়ে গিয়ে সামনের মাঠে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা গেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম ইউসুফ আলী ও প্রধান শিকক্ষ খাদেম আলী খান জানান পৌর কর্তৃপ তিনটি কক্ষ পরিত্যক্ত ঘোষনা করে সিলগালা করে দিলেও মূলত পুরো ভবনটিই ঝুঁকিপূর্ণ। দোতলার কয়েকটি রুমে বিকল্প পিলার দিয়ে ছাদ রার চেষ্টা করা হলেও সম্প্রতি ছাদ,ভিম ও দেয়ালে অসংখ্য ফাটল দেখা দেওয়ায় ও প্লাস্টার খসে পড়ায় মৃত্যুঝুঁকি নিয়ে কাস করতে থাকে শিার্থীরা। সাভারের আলোচিত রানা প্লাজা ধসের পর বিদ্যালয়ের ওই ভবনে ঝুঁকি নিয়ে আর পাঠদান করা সম্ভব নয়। চলতি বর্ষাকালে খোলা আকাশের নিচে কিভাবে পাঠ
দান চলবে প্রশ্ন করা হলে তারা জানান আকাশে মেঘ করলেই নিরুপায় হয়ে স্কুলে ছুঁটির ঘন্টা বাজাঁতে হবে। তারা বিদ্যালয়ের পাঠদান অব্যহত রাখার জন্য সাময়িক বিকল্প ব্যবস্থা গ্রহন ও নতুন ভবন নিমার্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে দাবী জানিয়েছেন। গত ৯মে দুপুরে পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা ভবনের দোতলার তিনটি কক্ষ
কে পরিত্যক্ত ঘোষনা করে সিলগালা করে দেন।১৮৮৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের(পাইলট) দোতলা ভবনটি স্বাধীনতার পর নির্মান করা হয়।ঠিকাদার নিম্নমানের কাজ করায় গত কয়েকবছর ধরে ভবনের ছাদ ও দেয়ালের প্লাস্টার
খসে পড়া সহ বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। সাভার ট্র্যাজেডির পর বিষয়টিকে গুরুত্বে আনে পৌরসভা।
0 Response to "খোলা আকাশের নিচে ক্লাস করছে বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের শিক্ষার্থীরা"
Post a Comment