.

বানারীপাড়ায় নারী নির্যাতন,নারী-পুরুষ বৈষম্য,বাল্য বিবাহ, যৌতুক ও শিশু নির্যাতন রোধে করণীয় শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত।


বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের(কৈননীয়া)উদ্যোগে নারী নির্যাতন,নারী-পুরুষ বৈষম্য,বাল্য বিবাহ,যৌতুক ও শিশু নির্যাতন রোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে সকালে বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের কার্যালয়ে ইউনিট ম্যানেজার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সুশীল দাস,বিডিএস'র এরিয়া ম্যানেজার এটিএম মোস্তফা সরদার,বানারীপাড়া প্রেসকাব সভাপতি রাহাদ সুমন,পৌর কাউন্সিলর মশিউর রহমান কামাল,বার্ডোর ম্যানেজার ওবায়দুর রহমান,দিশা বাংলাদেশের ম্যানেজার সোহরাব হোসেন, ইনডাবের ইনচার্জ সাহেনুর বেগম,ইউপি সদস্য আঃ মালেক দুলাল, বাংলাদেশ ফেলোশীপ ফাউন্ডেশনের হিসাব রক মনিকা রায়,পাখি মন্ডল


0 Response to "বানারীপাড়ায় নারী নির্যাতন,নারী-পুরুষ বৈষম্য,বাল্য বিবাহ, যৌতুক ও শিশু নির্যাতন রোধে করণীয় শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত।"

Post a Comment