
প্রেস বিজ্ঞপ্তিঃ পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিকদের ক্যামেরা,ল্যাপটপ, পেনড্রাইভ, মটেম ছিনিয়ে নেওয়ার অভিযোগে দৈনিক ইত্তেসাল পত্রিকার ভ্রম্যমান প্রতিনিধি মোঃ মাছুম ফরাজি ৫ জনকে আসামী করে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৯মে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন। মাছুম ফরাজি মঠবাড়িয়া পৌর সভার ১ নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমান ফরাজির ছেলে। আসামীরা হলেন, উপজেলার জরিপের চর গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে মোঃ মাইনুল ইসলাম সুমন (৩০), গোলবুনিয়া গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে রাসেল (২৪), দণি বন্দর মঠবাড়িয়া ৩ নং পৌর ওয়ার্ডের বাশার মিয়া (৩০), দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে রাসেল (২৬), পার্শ্ববর্তী উপজেলা শরণখোলা গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে নূর ইসলাম হাওলাদার (৪২)।
মামলা সূত্রে জানা যায়, সাংবাদিক মাছুম ফরাজি, শাহিন হাওলাদার ও জুলফিকার আমীন সোহেল গত ৭ মে'১৩ ইং তারিখ মঙ্গলবার গোপন সংবাদে জানতে পারেন উপজেলার সাংড়াইল স্লুইজ গেট সংলগ্ন বলেশ্বর নদীতে সুমন ও তার সহযোগিরা গোল পাতা ব্যবসার আড়ালে গোল পাতার নৌকায় করে সুন্দও বন থেকে অবৈধ সুন্দরী কাঠ বোঝাই করে নিয়ে আসে এবং সেখানে একটি যান্ত্রিক নৌকায় সুন্দরী কাঠ খালাশ করে। ওই তিন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে সুন্দরী কাঠ বোঝাই যান্ত্রিক নৌকাটির ছবি তোলেন। এতে সুমন সহ তার দল-বল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় ও জানায় মঠবাড়িয়ার বহু সিনিয়র সাংবাদিক আমাদের কিছু বলে না। তোরা কারা ? এসময় সাংবাদিকদের সাথে থাকা একটি ল্যাপটপ (হায়ার),দুটি ক্যামেরা (সনি ও ক্যানন), একটি মটেম,একটি পেনড্রাইভ, নগদ বিশ হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজ পত্র মূহুর্তের মধ্যে ছিনিয়ে নেয়। এবং জানান, বিশ হাজার নিলাম আরো আশি হাজার টাকা দিয়ে মালামাল ফেরৎ নিয়ে যাবি। এঘটনা কাউকে জানালে বা মামলা করলে হাত-পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। এদিকে সাংবাদিকদের ক্যামেরা,ল্যাপটপ, পেনড্রাইভ, মটেম ছিনিয়ে নেওয়া ও হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
0 Response to "সংবাদ সংগ্রহকালীন মঠবাড়িয়ায় সাংবাদিকের ক্যামেরা, ল্যাপটপ ছিনতাই।"
Post a Comment