.

নোয়াখালীতে গণপিটুনিতে ৬ ডাকাত নিহত


নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরকার্ক ইউনিয়নের সেলিম বাজারে গণপিটুনিতে বন ও জলদস্যু বাশার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সেলিম বাহিনীর প্রধান বাটা সেলিমসহ ৬ ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এঘটনা ঘটে। এদের মধ্যে ঘটনাস্হলে ৪জন ও হাসহাপালে নেওয়ার পথে ২ জন নিহত হয়। আহত হয় আরও ২ জন।

পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, নিহত ও আটককৃত ডাকাতরা সাবেক বন ও জলদস্যু সম্রাট বাশার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করত। বাজার বাহিনীর প্রধান বাসারর্ যাবের হাতে নিহত হওয়ার পর বাটা সেলিম উরিরচরের জাসুবাহিনীর সঙ্গে যোগ দিয়ে গড়ে তোলে নতুন বাহিনী। এরপর ডাকাতি, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালাতে থাকে। গতকাল সকালে সেলিম বাজার এলাকায় চাঁদাবাজি করতে এলে বিুদ্ধ জনতা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে।
এ সময় ডাকাতরা উত্তেজিত জনতাকে ল করে গুলি ছুড়লে জনতা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্হলেই বাটা সেলিমসহ ৪ জন নিহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে এসে আহত ৪ জনকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। ঘটনাস্হল থেকে ডাকাতদের কাছে থাকা ১২ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি ও ৫ রাউন্ড শর্টগানের গুলিসহ ২টি বন্দুক ও ১টি পাইপগান উদ্ধার করে। নিহত সেলিমের বাড়ি সুবর্ণচর উপজেলার সেলিম বাজারে। নিহতদের মধ্যে আরও ৩ জনের নাম জানা গেছে। তারা হল, কালা শঙ্কর, দেলোয়ার ও মাকসুদ।

নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ও নিহতদের উদ্ধার করে চিকিৎসা ও ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

0 Response to "নোয়াখালীতে গণপিটুনিতে ৬ ডাকাত নিহত"

Post a Comment