গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে আলোচিত যুবলীগ নেতা শাহীন হত্যা মামলার অন্যতম আসামী ও জেএমবির তালিকাভুক্ত শীর্ষ নেতা জেল হাজতে আটক মোস্তাফিজুর রহমান হাসানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি পেশ করেছে এলাকাবাসি।
মঙ্গলবার সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে তারা। এসময় নিহত শাহীনের স্ত্রী নাজনিন আক্তার বাবলি, হাসানের ফাঁসির দাবি জানান। এরপর তারা জেএমবির শীর্ষ নেতা মোস্তাফিজুর রহমান হাসানের ফাসিঁর দাবীতে জেলা প্রশাসক বরাবরে এক স্মারকলিপি পেশ করেন। প্রশংগত ২০১২ সালের ১২ মে রাতে যুবলীগ নেতা শাহীনকে বোমা মেরে হত্যা করা হয়।
0 Response to "গোপালগঞ্জে শাহীন হত্যা মামলার আসামী হাসানের ফাঁসির দাবিতে বিক্ষোভ"
Post a Comment