.

র‍্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির লিমন সমাধান পায়নি।


ঝালকাঠি প্রতিনিধিঃ র‍্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের কলেজ ছাত্র লিমনসহ ৮ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের র‍্যাবের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৬ আগস্ট সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে ঝালকাঠির বিশেষ টাইব্যুনাল-২ আদালতের বিচারক কিরণ শংকর হালদার দুই দিন শুনানি শেষে এ আদেশ দেন। একই সাথে এ মামলা থেকে লিমনের অব্যহতি চেয়ে তার মা হেনোয়ারা বেগমের করা আবেদন খারিজ করে দেয় আদালত। গত রবিবার আধাঘন্টা শুনানির পর আদালত মুলতবি করা হয়। গতকাল সোমবার পুনরায় শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। লিমনের পক্ষে ২০১১ সালের ৩ জুলাই অব্যহতির আবেদন করা হয়েছিল। লিমনের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী নাসির উদ্দিন কবির, নাসিমুল আলম আক্কাস সিকদার, মানিক আচার্য্য ও হাসান সিকদার। সরকার   পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি এম আলম খান। শুনানির সময় লিমন আদালতের কাঠগড়ায় ও তার মা হেনোয়ারা বেগম আদালতে উপস্থিত ছিলেন। এসময় আদালত থেকে ভেরিয়ে এ আদেশ শুনে আদালতের মাটিতে লুটিয়ে পরে। চিৎকার করে বলে এই আদেশ আদালতর্ র‍্যাবের পক্ষে দিয়েছে,আমি এ আদেশ মানিনা উচ্চ আদালতে ন্যায়বিচারের জন্য যাবো। আমাকে মিথ্যা মামলায় জরিয়ে র‍্যাব পা নিয়েছে তার পরেও সুবিচার পেলাম না।

২০১১ সালের ২৩ মার্চ বিকেলে বাড়ির পাশে গরম্ন আনতে গিয়ের্ যাবের গুলিতে একটি পা হারায় কলেজ ছাত্র লিমন হোসেন। এ ঘটনার পরর্ যাব-৮-এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান বাদী হয়ে লিমনসহ আটজনের নামে রাজাপুর থানায় দুটি মামলা করেন। একটি অস্ত্র আইনে, অপরটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে। লিমনের মা হেনোয়ারা বেগম তার ছেলে হত্যা প্রচেষ্টার অভিযোগে ছয়র্ যাব সদস্যর বিরম্নদ্ধে ২০১১ সালের ১০ এপ্রিল একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ র‍্যাব সদস্যদের অব্যহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেন। এ প্রতিবেদনের বিরুদ্ধে হেনোয়ারা বেগম নারাজি আবেদন করলে তাও খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট আদালত। নারাজি খারিজের বিরুদ্ধে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে করা রিভিশনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট।

0 Response to " র‍্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির লিমন সমাধান পায়নি।"

Post a Comment