অনলাইন সংবাদপত্ররে সংগঠন বাংলাদশে অনলাইন নউিজ এসোসয়িশেনে (বওিএনএ) এর যাত্রা শুরু হল আজ। উল্লখ্যে নিজদেরে মধ্যে সংগঠতি হবার লক্ষ্যে বিভিন্ন অনলাইন সংবাদপত্ররে সম্পাদক ও প্রতিনিধিগণ বিগত কিছুদিন থেকে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে আসছিল। গতকালরে বৈঠকে তারা নিজেদের একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনভুব করনে এবং সকলেই একটি সংগঠন তৈরির ব্যাপারে একমত পোষণ করনে। এরপর সর্বসম্মতিতে "বাংলাদশে অনলাইন নিউজ এসোসিয়েশনে (বওিএনএ)" নামে অনলাইন সংবাদপত্ররে সংগঠনটি তৈরি করেন।
একই সভায় সর্বসম্মতিক্রমে "প্রিয়দেশে" পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান খান কে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক টিটো খানকে যুগ্ন আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত এই আহ্বায়ক কমিটি বহাল থাকবে।
সভায় আরো উপস্থিত ছিলনে ডিবিএস নিউজের সম্পাদক গোলাম র্মোশেদ, নিউজ ওর্য়াল্ডের সম্পাদক রাশদিুল হাসান, ও এনবি নিউজরে সম্পাদক মইনুল ইসলাম, শিরোমনি নিউজের সম্পাদক সাহিদুর রহমান সহ আরো ১৪ টি অনলাইন সংবাদপত্রের প্রতিনিধি। এছাড়াও আরো ৩৩ টি অনলাইন সংবাদপত্র এই সংগঠনরে সাথে একাত্ততা ঘোষণা করে এতে যোগ দিয়েছে।
সংগঠনটির নব নিবাচিত আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন এই সংগঠনরে মূল লক্ষ্য হবে সরকারের কাছে আমাদের দাবী-দাওয়া তুলে ধরা। অনলাইন সংবাদপত্র যেন নিয়মিত সরকারী বিজ্ঞাপন পায় সে লক্ষ্যে যথাযথ কতৃপক্ষরে কাছে এর যর্থাথতা তুলে ধরা এবং নামমাত্র ফি দিয়ে সহজ শর্তে সকল অনলাইন পত্রিকার অনুমোদন দিয়ে একটি সংবাদপত্রবান্ধব নীতিমালার আওতায় যেন সরকার অনলাইন সংবাদপত্র গুলোকে আনে সে লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়া, র্সবোপরী অনলাইন সংবাদপত্রও যেন প্রিন্ট মিডিয়ার মত র্মযাদা ও অধিকার পায় সেই চেষ্টা চালিয়ে যাওয়া এবং অনলাইন পত্রিকা গুলোর র্স্বাথসংরক্ষণ।
0 Response to "বাংলাদেশে অনলাইন নিউজ এসোসিয়েশন (বিওএনএ) যাত্রা শুরু"
Post a Comment