.

গোমসত্মাপুরে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

আলাউদ্দিন পারভেজ,গোমসত্মাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে ঃ “তামাক নিয়ন্ত্রণ আইন জানি- আইন মানি” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমসত্মাপুরে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে স'ানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশ ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর যৌথ উদ্যোগে এক র‌্যালি ও লিফলেট ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার রম্নহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহান উদ্দিন, জনস্বাস'্য উপ সহকারী প্রকৌশলী আঃ জব্বার প্রামানিক, এনজিও প্রনিনিধি, শিক্ষক, ইমাম, ছাত্র-ছাত্রী ও স'ানীয় সাংবাদিকরা। র‌্যালি শেষে উপজেলা চত্বরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা এবং পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ, আইন অমান্যে জরিমানা ১ লক্ষ টাকা লিখা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়।



আলাউদ্দিন পারভেজ
গোমসত্মাপুর, চাঁপাইনবাবগঞ্জ

0 Response to "গোমসত্মাপুরে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত"

Post a Comment