গত কাল ১০ অক্টোবর শিশু কন্যার বিবাহ নয়, করবে তারা বিশ্ব জয়, কৈশোর সুরক্ষায় হব সচেতন এই শ্লোগান নিয়ে ব্র্যাক নাকাইহাট শাখার অফিস কক্ষে নাকাই ইউনিয়নের চেয়ারম্যান, জনাব ওয়াহেদুন্নবী সরকারের সভাপতিত্বে এক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্ডসপে বাল্যবিবাহ, শিশু পাচারসহ শিশু অধিকার নিয়ে স'ানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম, কাজী ,ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, ইউ,পি সদস্য উপসি'ত ছিলেন। ওয়ার্কশপে এ সব বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করেন, নাকাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল হুদা সরকার, ব্র্যাক এডিপি’র এরিয়া ম্যানেজার মহোন ভদ্র, এডিপি’র ট্রেইনার রাশেদা ইসলাম, সাংবাদিক নুর আলম আকন্দ, বি.পি.এস নাকাইহাট শাখা ম্যানেজার রাশেদুজ্জামান, এফ.ও বেগম হোসনেয়ারা প্রমুখ। #
নুর আলম আকন্দ
নাকাইহাট
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
0 Response to "নাকাইহাট ব্র্যাক শিক্ষা ক্রার্যক্রম কিমিউনিটি ওয়ার্কশপ অনুষ্ঠিত"
Post a Comment