.

যমুনা ফিউচার পার্কের মালিক বাবুলের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর বারিধারায় যমুনা ফিউচার পার্কে নির্মাণাধীন ভবনের লোহার শাটার ভেঙে পড়ে শাহিন মিয়া (৩৫) নামের মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহতের ঘটনায় আজ দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলা যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলকে প্রধান আসামি ও দুজন প্রকৌশলীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আজ বুধবার নিহত ব্যবসায়ী শাহিনের বড় ভাই ইসাহাক আলী ভাটারা থানায় নুরুল ইসলাম বাবুলকে প্রধান আসামী করে (নম্বর ২৪(১)১৪) মামলাটি দায়ের করেন। অপর মামলাটি পুলিশি কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে দায়ের করা হয়। পুলিশ বাদীর মামলায় অবশ্য নুরুল ইসলাম বাবুলকে আসামি করা হয়নি। মামলার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার এসআই আরিফুর রহমান জানান, রাজধানীর বারিধারায় যমুনা ফিউচার পার্কের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গতকাল রাজধানীর বারিধারায় যমুনা ফিউচার পার্কে নির্মাণাধীন ভবনের লোহার শাটার ভেঙে পড়ে শাহিন মিয়া (৩৫) নামের ওই ব্যবসায়ী নিহত হন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে বি-ব্লকের ৬ নম্বর রোডে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় লোহার ১৫ থেকে ২০টি ভারি অ্যাঙ্গেল শাহিনের ওপর এসে পড়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং যমুনা ফিউচার পার্কে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে যমুনা গ্রুপের এক নিরাপত্তাকর্মীকে আটক করে পুলিশ।

0 Response to "যমুনা ফিউচার পার্কের মালিক বাবুলের বিরুদ্ধে হত্যা মামলা"

Post a Comment