টাঙ্গািইল প্রতিনিধি: গত কাল ১২ মার্চ ২০১৪ বুধবার বিকেল চারটার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আকন্দেবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আজমত আলী (৪৫)। তিনি মৃত শাহাবুদ্দিনের ছেলে।
গ্রামবাসী সুত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে পারিবারিক কলহের জের ধরে হাসমত আলীর ছেলে সোহেল রানা (৩২) এর সঙ্গে তার আপন চাচা আজমত আলী (৪৫) এর মধ্যে বাকবিতন্ডা হয়। ঝগড়ার এক পর্যায়ে সোহেল রানা ধারালো ছুড়ি দিয়ে চাচা আজমত আলীর বুকে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে। ধারালো ছুড়ির আঘাতে ঘটনাস্থলেই আজমত আলীর মৃত্যু হয়। এসময় সোহেল রানা পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে স্থানীয় সুত্রে জানা যায়, সোহেল রানা মানসিক ভারসাম্যহীন ছিল।
সাগড়দিঘি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরেই ভাতিজা সোহেল রানা তার আপন চাচা আজমত আলীকে খুন করেছে। সোহেল রানাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে
0 Response to "ঘাটাইলে ভাতিজার হাতে আপন চাচা খুন হয়েছে। "
Post a Comment