মালয়েশিয়ার বিমান নিখোঁজে এবার ভারত মহাসাগরে মার্কিন জাহাজ
রাণীনগর প্রতিনিধি মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটির খোঁজে এবার ভারত মহাসাগরে অনুসন্ধান চালাবে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার সামরিক বাহিনীর রাডারের তথ্যের ভিত্তিতে বলা হয়, পরিবর্তন করে হয়তো বিমানটি ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের দিকে এসেছে। বিবিসি জানিয়েছে, বিমান অনুসন্ধানের জন্য মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজ ও তল্লাশি বিমান পাঠানো হচ্ছে। এ অনুসন্ধানের আওতায় থাকবে বঙ্গোপসাগরও।
নিখোঁজ বিমানটি আকাশে চার ঘণ্টা থেকেছে_ মার্কিন বিশেষজ্ঞদের এমন মন্তব্যের একদিন পর ভারত সাগরে অনুসন্ধান চালাতে জাহাজ পাঠানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। অবশ্য এরই মধ্যে দক্ষিণ চীন সাগর, ভিয়েতনাম উপকূলে অনুসন্ধান তৎপরতায় যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর নিয়ে হাজির হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, নিশ্চিত না হলেও কিছু নতুন তথ্যের ভিত্তিতে আমার ধারণা হলো অনুসন্ধান ক্ষেত্র ভারত মহাসাগর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, ইউএসএস কিড মালাক্কা প্রণালি থেকে ভারত মহাসাগরের পথে রয়েছে। এটি প্রাথমিকভাবে মালয়েশীয় উপকূলের অন্যপাশে থাইল্যান্ড উপসাগরে মোতায়েন ছিল। এতে এ অনুসন্ধান অভিযান এখন এক বিশাল এলাকায় পরিচালিত হতে যাচ্ছে। মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার উইলিয়াম মার্কস সিএনএনকে এ সম্পর্কে বলেন, এটি যেন ‘দাবার বোর্ড থেকে ফুটবল মাঠে’ যাওয়া। তিনি জানান, মার্কিন অনুসন্ধান অভিযান মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হবে।
প্রাথমিকভাবে ভিয়েতনাম উপকূল, দক্ষিণ চীন সাগর ও মালাক্কা প্রণালিতে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। ভারত মহাসাগরে এ অনুসন্ধানের আওতায় থাকবে বঙ্গোপসাগরও। রয়টার্সের খবরে বলা হয়, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অনুসন্ধান চালানো হবে। এছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাডারে বিমানটির কোনো তথ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আহক্ষান জানিয়েছে মালয়েশিয়া। অনুসন্ধানে ভারতের নৌ, বিমান ও উপকূলীয় বাহিনী অংশ নিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, ভারত মহাসাগরে অনুসন্ধান চালাতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরও কয়েকটি জাহাজ। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিশাম উদ্দিন হোসেন বলেছেন, তার সরকার ভারত এবং এ অঞ্চলের অন্য দেশের রাডারের সহায়তা চেয়েছে; কোনো তথ্য থাকলে তা মালয়েশিয়াকে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, নিখোঁজ বিমানের খোঁজে শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ সরকারের ঊধর্ক্ষতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় ১ হাজার মানুষ এ মোনাজাতে অংশ নেয়।
এমএইচ৩৭০ নিখোঁজ হওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে পরস্পরবিরোধী বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে, পরে যেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ বিমানটি দূরবর্তী আন্দামান দ্বীপপুঞ্জের কোনো এক সৈকতে অবতরণ করে থাকতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমটি লিখেছে, বিমানটি কেবল অন্ধের মতো মালয়েশিয়ার উত্তর-পশ্চিমে (আন্দামানের দিকে) যায়নি। বিমান ছিনতাই হয়েছে_ এমন অভিযোগ এখনও উড়িয়ে দেয়া হচ্ছে না। প্রসঙ্গত ৮ মার্চ দক্ষিণ চীন সাগর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমান। বিমানটিতে চীনের যাত্রী ছিলেন দেড় শতাধিক। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর শুক্রবারও বেইজিং বিমানবন্দরের কাছে হোটেলে বহু স্বজনকে হারানো প্রিয়জনের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
0 Response to "মালয়েশিয়ার বিমান নিখোঁজে এবার ভারত মহাসাগরে মার্কিন জাহাজ "
Post a Comment