.

গোবিন্দগঞ্জে মিন্টুর সন্ত্রাসী কর্মকার্ন্ডের বিরুদ্ধে বিক্ষুদ্ধ জনতার প্রতিবাদ সভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ কুখ্যাত সন্ত্রাসী মিন্টুর গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠছে উপজেলার বড়দহ নতুন বাজার এলাকার জনগন। তারা একত্রিত হয়ে রবিবার সকাল ১১টায় স্থানীয় বাজারের প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন আরিফ শেখ, আনোয়ারুল ইসলাম, এখলাস উদ্দিন, মতিকুর বেগম, সুখজান বেগম, নাজমা বেগম। 
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, হরিরামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যার স্বামী হওয়ার সুবাদে রেজাউল কবির মিন্টু এলাকার অসহায় মানুষদের সরকারী সুযোগ সুবিধা দেয়ার কথা বলে মোটা অংকের চাঁদা নিচ্ছে। এর প্রতিবাদ করায় মিন্টু ক্ষুদ্ধ হয়ে সাধারণ মানুষদের মিথ্যা মামলা মোকাদ্দমায় জড়িয়ে হয়রানী করছে। এমন কি তার পালিত  সন্ত্রাসী  বাহিনী লেলিয়ে দিয়ে প্রতিবাদ সহ খুন জখমের হুমকি দিচ্ছে। বক্তারা আরও বলেন, এর পরও মিন্টুর ক্ষান্ত হয়নি। সে তার বাহিনী লেলিয়ে দিয়ে স্থানীয় জনৈক শহিদুল ইসলামের  চালকল মিল ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।

0 Response to "গোবিন্দগঞ্জে মিন্টুর সন্ত্রাসী কর্মকার্ন্ডের বিরুদ্ধে বিক্ষুদ্ধ জনতার প্রতিবাদ সভা"

Post a Comment