.

গোবিন্দগঞ্জে এক যুবক কে নৃশংসয় ভাবে পিটিয়ে হত্যা

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ হারুন উর রশিদ (২৮) নামে এক যুবক কে নৃশংসয় ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পার সোনাই ডাঙ্গা গ্রামের আব্দুস ছোবহানের ছেলে। স্থানীয় থানা পুলিশ রোববার বেলা ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার পুরাতন গোবিন্দগঞ্জের আনছার আলীর মেয়ে পুতুলের সঙ্গে প্রায় ৫ বছরে আগে হারুন উর রশিদের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকে উভয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে হারুন উর রশিদ তাঁর স্ত্রী পুতুল কে শ্বশুর বাড়ী রেখে ঢাকায় এসে গার্মেন্টস এ চাকুরী নেয়। আব্দুস ছোবহান জানান, তাঁর ছেলে ঢাকা থেকে দীর্ঘদিন পর শনিবার শ্বশুর বাড়ীতে আসলে শ্বশুর বাড়ীর লোকজন ক্ষুদ্ধ হয়ে উঠে। এক পর্যায়ে ওই রাতেই শ্বশুর, শ্বাশুরী ও স্ত্রী বেধড়ক মারপিট করলে হারুন উর রশিদের মৃত্যু হয়। পরে তাঁকে পৌর এলাকার বর্দ্ধনকুঠির কলেজ রোডে রেখে আসে। এসআই আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে হত্যা মামলা নেয়া হয়েছে। পুলিশ আসামী গ্রেফতারের তৎপর আছে।

0 Response to "গোবিন্দগঞ্জে এক যুবক কে নৃশংসয় ভাবে পিটিয়ে হত্যা"

Post a Comment