.

পটুয়াখালীতে দোলপূর্নিমা অনুষ্ঠানে হামলা চালিয়ে প্রনামী বাক্স ছিনতাই

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর সদর উপজেলার দক্ষিন ধরান্দী এলাকায় হিন্দুধর্ম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দোল পূর্নিমা অনুষ্ঠান চলাকালীন মন্দিরের প্রনামী বাক্স ছিনতাই করেছে একই সম্প্রদায়ের বখাটে কতিপয় যুবকরা। এ সময় উপস্থিত এক ভক্ত তাদের প্রতিরোধ করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী কার্তিক দাস (২৫) আশিষ দাস (২০) জীবন দাস (১৮) ক্ষিপ্ত হয়ে মন্দিরের ভক্ত বিমল চন্দ্র দাস (৬০) এর উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।  শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বিমলকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যপারে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে মামলা তুলে নিতে সন্ত্রাসীরা আহতর পরিবার কে হুমকী দিয়ে যাচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান ছালাম মৃধা জানান, বিমল বাবুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছে শুনেছি তবে কি হয়েছে তা এখনো জানতে পারিনি।

0 Response to "পটুয়াখালীতে দোলপূর্নিমা অনুষ্ঠানে হামলা চালিয়ে প্রনামী বাক্স ছিনতাই"

Post a Comment