.

পটুয়াখালীতে র‌্যাবের হাতে ১২শ পিচ ইয়াবা সহ গ্রেফতার - ২

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গাজীপুর থেকে ১২শ পিচ ইয়াবা সহ দুই মাদক স¤্রাটকে গ্রেফতার করে র‌্যাব -৮ পটুয়াখালী ক্যাম্প। র‌্যাব সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, এক দল মাদক ব্যবসায়ী সঙ্গবদ্ধ ভাবে সিমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জেলা সদর সহ পার্শবর্তী জেলা বরগুনার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রিতাদের যোগসাজসে পাইকারী হিসাবে বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐ মাদক চক্রের উপর র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে তথ্য সংগ্রহ করে র‌্যাব। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক, মেজর আদনান কবির, এর নেতৃত্বে একটি অপারেশনাল দল অদ্য ১৭ মার্চ  দুপুর ১.২০ মিনিটের সময় মাদক স¤্রাট ও আলোচিত দুই মাদক ব্যবসায়ী ফরিদ (২৩) পিতা আঃ মান্নান ও সিপন (৩০) পিতা আমজাদ কে আটক করে, এসময় জনসর্ম্মূখে  তাদের দেহ তল্লাসী করিলে অভিনব পন্থায় লুকানো অবস্থায় ৬ টি প্যাকেটে থাকা ১২শ পিচ ইয়াবা উদ্ধার করে হয়।
গ্রেফতারকৃত দুই আসামী উপস্তিত জনসর্ম্মূখে নিজ মুখে স্বিকার করে যে বেতাগী এলাকা থেকে পাইকারী বিক্রয়ের উদ্দ্যেশে গাজীপুরা এলাকায় ইয়াবা বহন করে নিয়ে আসছিল। এলাকাবাসী সুত্র জানাযায়, সক্রিয় এ মাদক চক্রটি প্রতিনিয়ত ফেন্সিডিল ও ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য খুচরা বিক্রিতাদের যোগসাজসে জেলার বিভিন্ন এলাকাগুলোতে বিস্তার করে আসছিল।  এ চক্রটির বেপরোয়া মাদক বিক্রি ছিল গোটা জেলাজুরে। পরবর্তীতে র‌্যাব গ্রেফতার কৃত দুই আসামী ও জব্দকৃত আলামত সহ মির্জাগঞ্জ থানায় প্রেরন করে। মির্জগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ঃ হাবিবুর রহমান জানায়, র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের এস,আই মো: মহেমেনুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে জব্দকৃত আলামত ও গ্রেফতার কৃত দুই জন আসামীকে থানায় হস্তান্তর করে যার মামলা নং-৭.

0 Response to "পটুয়াখালীতে র‌্যাবের হাতে ১২শ পিচ ইয়াবা সহ গ্রেফতার - ২"

Post a Comment