গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জামালপুরে বাঁশ মেলার নামে জুয়া খেলার আসর সহ অসামাজিক কার্যকলাপ জমজমাট ভাবে চলছে। ক্ষমতাশীন আওয়ামীলীগের স্থানীয় জনৈক নেতার ছত্রছায়ায় এসব অপকর্ম চলায় স্থানীয় প্রশাসন কিছুই কয় না বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪দিন ধরে জামালপুরে বাঁশ মেলার নামে প্রতি বছরের ন্যায় এ বছরও জুয়া খেলার আসরসহ অসমাজিক কার্যকলাপ জমজমাট ভাবে চলছে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কয়েকটি স্থানে বড় ধরণের ডাব্বু, তিন তাসের খেলা, বউ খেলাসহ বিভিন্ন ধরণের জুয়ার আসর চলে। ইদানিং মাইকে প্রচার করে টিকিটের মাধ্যমে প্যান্ডেল ঘিরে নগ্ন নৃত্য প্রদর্শন করা হচেছ। স্থানীয়রা জানায়, পাশাপাশি সমাজ নিষিদ্ধ পতিতাদের বিচরণ লক্ষ করা গেছে। উঠতি বয়সের যুবকরা নগ্ন নৃত্য দেখে উত্তেজিত হয়ে পতিতাদের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। স্থানীয় আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতায় রাজা মিয়া, এরশাদ, লিটন, নুর আলমসহ কিছু সংখ্যক যুবক এসব অপকর্ম চালাচেছ। ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। বক্তব্য নেয়ার জন্য আব্দুর রহমানকে কয়েক বার ফোন করা হলেও তিনি মোবাইল রিসিভ করেন নি। থানার ওসি জাহিদুল ইসলাম জানান, জামালপুর বাজারে বাঁশ মেলায় জুয়া ও নগ্ন নৃত্য হওয়ার কথা শুনেছি এসব আজকেই বন্ধ করে দিব। গাইবান্ধার জেলা পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, থানার ওসি ব্যবস্থা না নিলে আমি ব্যবস্থা নিব।
0 Response to "গোবিন্দগঞ্জে আওয়ামীলীগ নেতা চালায় জুয়ার আসর তাই প্রশাসন কিছুই কয় না"
Post a Comment