গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পথচারীসহ ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পৌর এলাকার সোনারপাাড়া গ্রামের মৃত খোকার স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও মোটর সাইকেল আরোহী এরিষ্টোফার্মা ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার শাহিন (৪০)। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার জবখালী গ্রামের সুলতান খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর গামী এসআর পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬০৯৭) উপজেলার পান্তাপাড়া নামক স্থানে পৌছিলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল সাইড দিতে গিয়ে ওই পথচারীর সঙ্গে ধাক্কা লাগার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথচারী মরিয়ম বেগম ঘটনাস্থলেই মারা যান। আশংখজনক অবস্থায় মোটর সাইকেল আরোহী শাহীন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্বত্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। অপরদিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। #
0 Response to "গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পথচারীসহ নিহত"
Post a Comment