তাবলিগ জামাতের আমির মাওলানা জোবায়েরুল হাসান আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে নয়াদিল্লির ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। আজই তার নামাজে জানাজা হওয়ার কথা। তিনি ডায়াবেটিস রোগী ছিলেন।
মাওলানা জোবায়েরুল হাসান ছিলেন তাবলিগি জামাতের তৃতীয় আমির মাওলানা ইনাম উল হাসানের ছেলে। তিনি আন্তর্জাতিক তাবলিগি শুরারও সদস্য ছিলেন।
মাওলানা জোবায়েরুল হাসানের ইন্তেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুতে তাবলীগ জামাত হারিয়েছে তাঁদের একজন সুযোগ্য আমীরকে। মুসলিম উম্মাহ হারিয়েছে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদকে।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্য এবং দেশ-বিদেশে তাবলীগ জামাতের শোকাহত সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
0 Response to "আমির মাওলানা জোবায়েরুল হাসান আর নেই"
Post a Comment