স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ স্বরূপকাঠিতে সার্কাস দেখতে বাধা দেয়ায় রানী খানম (১২) নামে এক স্কুল পড়–য়া ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি লকটগাছে ওড়না পেছিয়ে সে আত্মহত্যা করে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পাথলীপাড়া গ্রমের আব্দুর রব হাওলাদারের মেয়ে ও সেহাংগল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী রানী তার বড়ভাই ফেরদৌসের সাথে পাশ্ববর্তী কাউখালী বন্দরে সার্কাস দেখতে যেতে চায় । ফেরদৌস তাকে না নিলে রানী অভিমান করে আত্মহননের পথ বেছে নেয়। এ ব্যাপারে থানায় ইউ ডি মামলা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "স্বরূপকাঠিতে স্কুল ছাত্রীর আত্মহত্যা"
Post a Comment