গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ এয়ারটেল রাইজিং স্টার বিজয়ী গোবিন্দগঞ্জে কৃতি বালক মশিউর রহমানের ইংল্যান্ড গমন। ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবে ফুলবলের উপর উচ্চতর প্রশিক্ষনের জন্য গতকাল বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সে ইংল্যান্ড গমন করে। সে গোবিন্দগঞ্জ উপজেলার বুনাতলা ছয়ঘড়িয়া গ্রামের সাইদুর রহমান ছেলে। তার মাতার নাম মল্লিকা বেগম ।
জানা গেছে, মোবাইল সেবা প্রদানকারী কোম্পানী এয়ারটেল দেশের ফুটবল প্রতিভা অন্বেষনের জন্য এয়ারটেল রাইজিং স্টার নামে বিশেষ একটি ক্যাম্পেইন করে। এই ক্যাম্পেইনে সারা দেশ থেকে হাজার হাজার ক্ষুদে ফুটবলার অংশ গ্রহন করে। দীর্ঘ যাচাই বাছাই শেষে মাত্র ১১ জন বালক চুড়ান্ত হয়। তারা ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডে ফুলবলের উপর উচ্চতর প্রশিক্ষন নেবে। এই ১১ জন বালকের মধ্যে একজন কৃতি বালক গোবিন্দগঞ্জের মশিউর রহমান। দিনমজুর পরিবারের সন্তান মশিউর তার সাফল্য কামনায় গোবিন্দগঞ্জ উপজেলাবাসী সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন
0 Response to "গোবিন্দগঞ্জে দিনমজুরের ছেলে ফুটবলের নব দিগন্ত মশিউরের ইংল্যান্ড গমন"
Post a Comment