.

স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালত ৪ জেলের জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ স্বরূপকাঠিতে জাটকা শিকারের অপরাধে মোঃ ইসমাইল মিয়া(৩৫), মোহাম্মদ আলী বিশ্বাস(৩০),আব্দুর রহমান (২৯) ও মোঃ বাদশা শেখ (২৫) নামের চার জেলেকে  প্রত্যেকের ১ হাজার টাকা করে  জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান । জানাগেছে, উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ গত বুধবার বিকেলে সন্ধ্যা নদীতে   অভিযান চালিযে ঐ জেলেদের আটক করে।  এ সময় জেলেদের নৌকা থেকে প্রায় ৭’শ মিটার অবৈধ কারেন্ট জাল, চরগড়া ও বাধাজাল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত জেলেদের কাছ থেকে উক্ত জরিমানা আদায় করেন। জালগুলো পুড়ে ফেলা হয়েছে।

0 Response to "স্বরূপকাঠিতে ভ্রাম্যমান আদালত ৪ জেলের জরিমানা"

Post a Comment