পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীতে দুমকি উপজেলার লোহালিয়া নদী থেকে অপহরনের তিন দিন পরে মানছুর মোল্লা (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতাকাল সোমবার সকাল সারে ৮ টায় স্থানীয় লোকজন উত্তার মুরাদিয়ার লোহালিয়া নদীতে হাত-বাধাঁ ও গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ ভাসতে দেখ স্থানীয়রা দুমকি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থালে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । পরে মানছুরের স্বজনেরা লাশটি দেখে সনাক্ত করে। পুলিশ লাশ ময়না তদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের পরিবার ও থানায় ডায়েরী সূত্রে জানা যায়, মটরসাইকেল চালক মানছুর মোল্লা প্রতিদিনেরমত গত ২৫ এপ্রিল শুক্রবার রাস্তায় ভাড়ায় মটরসাইকেল চালাতে যায়।
দুপুর ২টার দিকে পটুয়াখালীর মৌকরন বাজার থেকে দুলাল হাওলাদারের ছেলে মুন্না নামে দুই যাত্রী দুমকি বোর্ড অফিসে যাবার কথা বলে তাকে ভাড়া করে নিয়ে যায়। এর পর থেকে মানছুর ও গাড়ী নিখোঁজ হয়ে যায়। স্বজনররা মানছুরকে অনেক খোঁজা খোজি করে তাকে না পেয়ে পরদিন মুন্নার বাড়ী দুমকির রাজাখালীতে গেলে তার বাড়ীর লোকজন এ সর্ম্পকে কিছুই জানেনা বলে জানান । উপয়ান্তর না পেয়ে মানছুরের চাচা রাজ্জাক মোল্লা পটুয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়রী করেন। নিহত মানছুর দুমকি উপজেলার মৌকরন এলাকার মৃত মোতালেব মোল্লার ছেলে। দুমকি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ঃ জিয়াউল হক জানায়, মটরসাইকেল চালক মানছুরকে অপহরন করে কোন এক নির্জন স্থানে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করেন । এ ঘটনায় মামলা হওয়ার প্রস্তুতি চলছে এবং হত্যার সাথে জরিত আসামীদের গ্রেফতারের লক্ষে পুলিশী অভিযান চলছে ।
0 Response to "পটুয়াখালীতে অপহরনের তিনদিন পর নদী থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার"
Post a Comment