.

মিথ্য মামলা ও বিচারবর্হিভূত হত্য,গুম,নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

সুমন দাস (অভী) পটুয়াখালী ঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিচারবর্হিভূত হত্য,গুম,নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ সকাল ১০টায় শেরে বাংলা সড়কের বটতলায় জেলা বিএনপির সাধারন  সম্পাদক এম এ রব মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি সভাপতি এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.ওয়াহিদ সরোয়ার কালাম, হারুন অর রশিদ মনু, প্রচার সম্পাদক মিজানুর রহমান,সদর থানা বিএনপি সাধারন সম্পাদক আবদুল লতিফ সিদ্দিকী প্রমুখ। সমাবেশে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মশিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড.মজিবুর রহমান টোটন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ৫জানুয়ারী ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাতির কাধেঁ চেপে বসা বর্তমান অবৈধ সরকার সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও বিরোধী দলের আন্দোলন সংগ্রাম স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতন  করে। 

জেলায় বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগ ক্যাডারেরা তান্ডব চালিয়ে আহত করেছে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মি। হামলা করেই ক্ষান্ত হয়নি উপরন্তু জেলায় পাঁচ সহস্্রাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে চার শতাধিক মামলা দায়ের করে। তিনি আরো বলেন, ‘বর্তমান ফ্যাসিষ্ট সরকার গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে। তাই মানুষের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিরাপদ করার স্বার্থে বর্তমান অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান’।

0 Response to "মিথ্য মামলা ও বিচারবর্হিভূত হত্য,গুম,নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ"

Post a Comment