 |
লড়াইয়ের আহবান নিয়ে আবার এলো মহান মে দিবস । ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময় নির্দিষ্ট করা, মজুরি বৃদ্ধি ও কর্ম পরিবেশ উন্নত করার দাবিতে আন্দোলনে নেমেছিল। সেদিন পুলিশ ও মালিকের গুন্ডাবাহিনীর গুলিতে ১০ জন শ্রমিক নিহত হয়। |
 |
পরবর্তীতে মিথ্যা অভিযোগে শ্রমিক নেতা পার্সনস, স্পাইজ, ফিশার, এনজেলকে ফাঁিসর দন্ডে হত্যা করা হয়। সমাজতান্ত্রিক আন্দোলনের মহান নেতা কমরেড ফ্রেডরিক এঙ্গেলসের ১৮৮৯ সালের প্রস্তাব অনুযায়ী গোটা দুনিয়ায় এ দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। মে দিবস নিছক আনন্দ- উদযাপন করার দিন নয়। সকল ধরণের শোষণ জুলুম-বৈষম্য থেকে মুক্তি অর্জনের জন্য সংগ্রামের শপথ গ্রহণের দিন। |

বরাবরের মতো এবারের মে দিবসেও গ্রামীণফোন লিমিটেডের শ্রমিকরা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে তাদের প্রধান অফিস বসুন্ধরায় সকাল ৮ ঘটিকায় সমবেত হয় এবং সেখান থেকে ১০ টি ট্রাক এবং ১০০টি মটরসাইকেল করে শৃংঙ্খলার সাথে যাত্রা শুরু করে, যা মহাখালী হয়ে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয় এর পার্শ্ব দিয়ে ফার্মগেট, একুশে টেলিভিশন ভবন, শাহাবাগ, গুলিস্থানের জিরো পয়েন্ট দিয়ে প্রেস ক্লাবে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে গ্রামীণফোন লিমিটেড এর শ্রমিক কর্মচারীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য ও আলোচনা হয়। উক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রামীনফোন লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আনিসুর রহমান চৌধুরী (খোকন) ও সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান, এবং সেখানে অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি মোঃ আব্দুল কাদের হাওলাদার ও সাধারণ সম্পাদক বাদল খাঁন।

গ্রামীণফোন লিমিটেড এর শ্রমিক কর্মচারীরা দীর্ঘ দিন ধরে কোম্পানীর বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও নিপীড়িত হয়ে আসছে। তাদের কিছু দাবী লেবার কোর্টে তাদের পক্ষে রায় পায়। পরবর্তীতে গ্রামীণফোন লিমিটেড হাইকোর্টে আপীল করে এবং তার রায় এখনো অপেক্ষমান রয়েছে। গ্রামীণফোন লিমিটেড এর শ্রমিক কর্মচারীরা মনে করে এই রায় তাদের পক্ষে আসবে এবং তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
তাদের দাবীগুলো হলো ঃ
গ্রামীণফোন লিমিটেড এর শ্রমিক কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে।
গ্রামীণফোন লিমিটেড এর বাৎসরিক লভ্যাংশের ৫% শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টন করতে হবে।
গ্রামীণফোন লিমিটেড এর শ্রমিক কর্মচারীদের আই,এল,ও কনভেনশন এবং বাংলাদেশ লেরার আইন অনুযায়ী মর্যাদা দিতে হবে।
গ্রামীণফোন লিমিটেড এর শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র প্রদান করতে হবে।
গ্রামীণফোন লিমিটেড এর শ্রমিক কর্মচারীদের প্রত্যেকের চাকুরী শুরু হতে বর্তমান পর্যন্ত সকল বকেয়া টাকা পরিশোধ করতে হবে।
0 Response to "মে দিবসে গ্রামীণফোনের র্যালী ও সমাবেশ"
Post a Comment