ভ্রাম্যমান প্রতিনিধি: গত ৬ মে,২০১৪ তারিখে বাড্ডালিংক রোডের মোড়ে মোবাইল মেলা দোকানের মালিক প্রতিদিনের মত রাত্রি সাড়ে ১১ টায় দোকান বন্ধ করে বাসায় যায়। পরের দিন সকাল সাড়ে ৯ টায় দোকানের মালিক দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখেন যে, মোবাইলের বক্স গুলি খোলা অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং দোকানের পশ্চিম পার্শ্বে মেঝে হতে দুই ফুট উপরে দেয়াল ভাঙ্গা ।
দোকানের মালিকের নিকট হতে জানা যায় দোকানের ক্যাশ বক্স হতে নগদ ৬০ হাজার টাকা এবং দোকানের ভেতর থাকা মোবাইল সেট ঝধসংঁহম মোবাইল ৫৫ টি যাহার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা, ঝুসঢ়যড়হু মোবাইল ২৫০টি যাহার আনু: মূল্য ১২ লক্ষ টাকা এবং অন্যান্য ব্রান্ডের মোবাইল ১০০টি যাহার আনু: মূল্য ২ লক্ষ টাকা , সর্বমোট ২২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
দোকানের পশ্চিম পার্শ্বে অবস্থানরত বিডিএফসি ম্যানেজারকে ফোন দিলে তিনি (মানেজার) এসে তাঁর দোকান খুলে দেখেন যে, উক্ত দোকানের পূর্ব ও পশ্চিম পার্শ্বে মেঝে হতে ২ ফুট উপরে দেয়াল ভাঙ্গা এবং দোকানের ভেতর প্রবেশ করে দেখেন তাঁর ২টি ক্যাশ মেশিন ও একটি ফাইল বক্স ভেঙ্গে মোট ৮৪,১৯৭ টাকা চুরি হয়েছে। উল্লেখ্য যে বিডিএফসির পশ্চিম পার্শ্বে নতুন দোকান হানি ডিউ এর ডেকোরেসন এর কাজ চলছিল এবং সেই দোকানের তালা ভেঙ্গে অথবা অন্য কোনো উপায়ে দোকানের ভিতর ঢুকে এবং বিডিএফসি ও মোবাইল মেলা দুইটি দোকানের ইটের প্রাচির ভেঙ্গে লক্ষ লক্ষ টাকা ও মালামাল হাতিয়ে নেয় এবং যাওয়ার সময় হ্যানি ডিউ দোকানে অজ্ঞাত চোররা নতুন তালা ঝুলিয়ে দেয়। এব্যাপারে বাড্ডা থানায় মামলা হয়েছে মামলা নং ২৫, তাং ০৭/০৫/২০১৪ খ্রি:।
0 Response to "বাড্ডা লিংকরোডে হলিউড সিনেমাটিক কায়দায় চুরি"
Post a Comment