.

গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে পড়ে জীনের বাদশা চক্রের হোতা গ্রেফতার

গাইবান্ধা(গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি অপহরণের জের ধরে প্রেমের ফাঁদে পড়ে প্রতারক জীনের বাদশা চক্রের মুলহোতা আজমল হোসেন (৫৫) গ্রেফতার হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বালুয়াবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজমল উপজেলর দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুল কদ্দুস মিয়ার পুত্র।

পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বরে চট্রগ্রাম জেলার খুলশি থানার রামনগর এলাকার আলমগীর হোসেনের ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া ছেলে মিঠুন (১২) কে কৌশলে অপহরণ করে আজমল। অপহৃত শিশুটির বাবা আলমগীর জানান, মিঠুনকে অপহরণের পর থেকে বিভিন্ন সময়ে মুক্তিপণ হিসেবে অর্ধকোটি টাকা নিয়েছে আজমল। এসময় একাধিকার ফোনে ছেলের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছে আজমল ।

তিনি আরো বলেন, অপহরণকারী আজমলকে ধরতে আমার বোন মালেকা অপরিচিত নাম্বার থেকে কৌশলে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। মোবাইল ফোনে উভয়ের মধ্যে দীর্ঘ আলাপ চারিতায় দু’জনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সাক্ষাতের জন্য মালেকাকে গোবিন্দগঞ্জ ডাকে আজমল।

এদিকে, মালেকা তার বড় ভাই আলমগীর হোসেনসহ গোবিন্দগঞ্জে এসে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ বালুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে আজমলকে আটক করে।

এসময় পুলিশের ওপর হামলা চালিয়ে আজমলকে  ছিনিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে প্রতারক চক্রের অপর সদস্যরা।

ভূক্তভোগী স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলায় জ্বীনের বাদশা নামে যে প্রতারক চক্রটি দেশব্যাপী প্রতারণা চালিয়ে যাচ্ছে। তা এই  আজমলেরই সৃষ্টি। শুরু থেকে অদ্যাবধি তার নেতৃত্বেই এ চক্রটির উত্থান।

একাধিকবার গ্রেফতার হলেও অদৃশ্য ইশারায় ছাড়া পেয়ে সে আবার তার প্রতারণার জগতে ফিরে আসে বলে অভিযোগ করেন তারা। 



0 Response to "গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে পড়ে জীনের বাদশা চক্রের হোতা গ্রেফতার"

Post a Comment