.

হক বেকারীতে ভ্রাম্যমান আদালতরে হানা ৫০ হাজার টাকা জরমিানা


(Humayan Kabir)

নওগাঁর প্রতিনিধি:- নওগাঁয় ভ্রাম্যমান আদালত সকাল সাড়ে এগারটার দিকে বি,সি,ক শিল্প নগরীর হক বিস্কুট ফ্যাক্টরীতে গিয়ে প্রচুর পরিমান পচাঁ খাবার জব্দ করেন এবং তা তৎখনাত বিনষ্ট করেন। 

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে হক বেকারীর মালিক মোঃ শহিদুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিটেট এস,এম,হাবিবুল হাসান তৎখনাত ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বি,এস,টি,আই এর কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।