.

গোবিন্দগঞ্জে জমি-জমার বিরোধে বাশঁঝাড় থেকে বাশঁ কাটায় বাধা দেওয়ায় মারপিট আহত-৫



নাকাইহাট (গোবিন্দগঞ্জ) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভোলা মিয়া বাশঁঝাড় থেকে প্রতিপক্ষের লোকজন সম্পুনৃ বাশঁ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে ভোলা মিয়া  ১৩  জনকে অভিযুক্ত করে  গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা  সূত্রে জানা গেছে, উপজেলার পাটোয়া (মালেনী পাড়া) গ্রামে নূরুল ইসলাম গংদের সহিত ওই গ্রামের মৃত্যু কলিম উদ্দিনের ছেলে ভোল মিয়ার সহিত জমি-জমা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে।এই বিরোধকে কেন্দ্র করে ইতি পূর্বে বিজ্ঞ আদালতে সি আর ২৬১/১৫ মামলা বিচারাধিন রয়েছে। ওই মামলায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ ভোলা মিয়া গংদের উপর বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। এরই এক পর্যায়ে গত ২০ তারিখে নূরুল ইসলাম গংরা ভোলা মিয়ার পৌত্রিক ও কবলা খরিদা ভিটায় বাশঁ কাটতে যায়। এতে বাধা দিতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় নূরুল ইসলাম গংরা।এতে সাদা মিয়া (৪৫) নজরুল ইসলাম (৩৯) ও আশাদুল (৩৫) সহ ৫ জন আহত হয়। স্থানীয়রা গুরুত্বর আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ছাড়াও তারা মহিলাদের উপর হামলা চালায় এবং তাদের গায়েঁ থাকা সোনার গহনাদী ছিড়ে নিয়েছে বলে অভিযোগে জানা গেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা নং ৩৬/৫০৬ দায়ের হয়েছে। #

0 Response to "গোবিন্দগঞ্জে জমি-জমার বিরোধে বাশঁঝাড় থেকে বাশঁ কাটায় বাধা দেওয়ায় মারপিট আহত-৫ "

Post a Comment